রাজারহাট-নিউটাউন এলাকায় সিপিআইএমের বিক্ষোভ-ডেপুটেশন
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ রাজারহাট নিউটাউন এলাকায় সিপিআইএমের কমিটি- ২ এর সিপিআইএমের পক্ষ থেকে একাধিক দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন হয়। সূত্রের খবর, আম্ফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে এই বিক্ষোভ চলে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, ক্ষতিপূরণের নাম করে তৃণমূলের নেতা কর্মীরা আত্মসাৎ করেছেন টাকা। সেই টাকা ফেরতের দাবিতে এই বিক্ষোভ ও ডেপুটেশন চলে।
জ্যাংড়া হাতিয়ারা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের সিপিআইএম নেতা পরিমল মিস্ত্রি সহ স্থানীয় নেতৃত্ব। সূত্রের আরও খবর, আজ সকাল ১২টা নাগাদ সিপিআইএমের পক্ষ থেকে নিউটাউনের জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।পাশাপাশি প্রতিনিয়ত প্রত্যেক অঞ্চল স্যানিটাইজার করা ও রেশন ব্যবস্থার মাধ্যমে মাস্ক, স্যানিটাইজার ও সাবান দেওয়ার দাবিও ওঠে।
এই ডেপুটেশন চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে , তার জন্য ইকোপার্ক থানার পুলিশ মোতায়েন ছিল। এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতা আফতাব উদ্দিন জানিয়েছেন ,অল্প লোক নিয়ে জল ঘোলার চেষ্টা করা হচ্ছে। কোনও কোনও জায়গায় যদি ছোট খাটো কেউ ভুল করে থাকে সেই ভুলের সাজা তাঁকে পেতে হবে।যদি কেউ এরকম টাকা নিয়ে থাকে সেই টাকা তাঁকে ফেরত দিতে হবে।

