Digha-1Others 

দিঘায় টয় ট্রেন পরিষেবার পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পর্যটকদের জন্য দিঘায় টয় ট্রেন। বালিয়াড়ি, ঝাউয়ের জঙ্গল ও সমুদ্র বিশিষ্ট এই এলাকা। সৈকত সরণি বেয়ে এগিয়ে চলা। এভাবেই দিঘার সৌন্দর্য উপভোগ করেছেন বহু পর্যটকরা। জানা গিয়েছে, এবার সৈকতে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) বাড়তি উপহার টয় ট্রেন। দিঘায় টয় ট্রেন পরিষেবা চালু হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ওল্ড দিঘার মোহনা থেকে উদয়পুরে ওড়িশার সীমানা পর্যন্ত টয় ট্রেন কীভাবে চলবে তা নিয়ে প্রশ্নও বিভিন্ন মহলে।

অন্যদিকে সৈকত ধরে লাইন পেতে টয় ট্রেন চালানো হলে পরিবেশের ক্ষতি হতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে ডিএসডিএ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে নিউ দিঘায় ‘ঢেউ সাগর’ পার্কে টয় ট্রেন চালু হবে। এর জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরে পর্যায়ক্রমে মোহনা থেকে উদয়পুর পর্যন্ত সমুদ্রের ধার বরাবর টয় ট্রেন চালানো হবে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে আরও জানা যায়, নির্বাচনী বিধি ও প্রক্রিয়া উঠলে দিঘায় টয় ট্রেন পরিষেবা শুরু হবে। এ বিষয়ে আরও জানা যায়, আপাতত ‘ঢেউ সাগর’ পার্কে বিনোদনমূলকভাবে টয় ট্রেন চলবে। পরে মোহনা থেকে উদয়পুর পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে বলেও খবর।

Related posts

Leave a Comment