Djokovic-1Others Sports 

জোকোভিচ শেষ আটে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চার সেটে জিতে শেষ আটে জোকোভিচ। কোর্টে নেমে বিশ্বের ৯৯ নম্বরকে হারিয়ে শেষ আটে পৌছলেন। তার প্রতিপক্ষ জেনসন ব্রুকসবি। এবারের প্রতিযোগিতায় সিঙ্গলসে শেষ মার্কিন খেলোয়াড় হিসেবে টিকে থাকা ব্রুকসবিকে হারানোর জন্য রীতিমতো লড়তে হল জোকোভিচকে। ম্যাচের ফলাফল ১-৬, ৬-৩, ৬-২ ও ৬-২। ম্যাচের পর জোকোভিচ জানিয়েছেন, ব্রুকসবি তরুণ আর খুব প্রতিভাবান খেলোয়াড়। আমার জন্য ম্যাচের শেষটা ভাল হলেও শুরুটা তেমন হয়নি। উল্লেখ্য, শেষ আটে সার্বিয়ার তারকার সামনে ষষ্ঠ বাছাই ইটালির মাত্তেয়ো বেরেত্তিনি। ফাইনালে তাঁকে হারিয়ে জোকোভিচ এবার উইম্বলডন জয়ী হয়েছেন।

Related posts

Leave a Comment