দুর্গা মাতৃ-বন্দনায় প্রকৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোকে কেন্দ্র করে সেজে উঠছে প্রকৃতি ও পরিবেশ। দুর্গা মাতৃ-বন্দনায় প্রকৃতির প্রাসঙ্গিকতা রয়েছে। চণ্ডীতে সেকথার উল্লেখও পাওয়া যায়। দেবীর শুভ আগমনে প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। তিনি যেমন চিন্ময়ী,আবার তিনি ভদ্রা-প্রকৃতি। শরৎ ও বসন্তে প্রকৃতিতে সেই সৌন্দর্য ফুটে ওঠে। পণ্ডিত ও শাস্ত্রকাররা বলছেন,এই দুটি ঋতু মাতৃবন্দনার জন্য আদর্শ। নবপত্রিকা বা কলাবৌ আকারে যেমন পুজো করা হয়ে থাকে। আসলে প্রকৃতি ছাড়া দেবী মাতৃবন্দনার পুজো হয় না।
দেবী মায়ের উদ্দেশে যে নিবেদন করা হয়ে থাকে তাও প্রকৃতি এবং প্রকৃতি থেকেই সংগ্রহ করা। পণ্ডিত ও শাস্ত্রকাররা আরও বলেছেন,শরতের অপর নাম শারদা। এই ঋতুতে প্রকৃতি সুন্দরী রূপ নিয়ে থাকে। দেবী মা-ই হলেন প্রকৃতি। চণ্ডীতে উল্লেখ করা হয়েছে,” নমঃ প্রকৃতৈ ভদ্রায়ৈ নিয়তা: প্রণতা: স্ম তাম।” দেবী মায়ের অতিসুন্দরী রূপ প্রকৃতিতে ফুটে ওঠে। প্রকৃতির সাজ আসলে মায়েরই সাজ।
(ছবি: সংগৃহীত)
(আপনার নিজস্ব মতামত প্রত্যাশা রাখি)

