আশ্বিনের বাৎসরিক সমারোহ
জগৎমাতার আরাধনা । শুরু উৎসবের আমেজ। দেবী আসবেন পিতৃগৃহে। আশ্বিনের বাৎসরিক সমারোহ শুরু। রঙ্গিন হয়ে উঠছে ত্রিভূবন। মহা-শক্তিশালী এক নারী। মঙ্গলদ্বীপ জ্বলে উঠবে। শরতের শিশির ভেজা ঘাস। কাশফুলের দোলা। শিউলির ফুটে ওঠা। সন্ধ্যের মুখে নদীর বুকে সিঁদুরে রঙ। গোধূলির রাঙা আলোয় শোভা ফুটেছে। নদী তীরবর্তী নির্জন পথে একরাশ সবুজ। হালকা কুয়াশাময় ভোরবেলা। প্রকৃতি সেজে উঠেছে। প্রকৃতির সবুজ প্রান্তরে ঘেরা স্নিগ্ধ শ্যামল। জলাশয়ের বাঁকে জলাশয় সুশোভিত। সব কিছু নিয়ে প্রকৃতি ও পরিবেশ অন্যরকম। দেবী দুর্গার আগমনে ঘুচে যাক মনের কালি। পূর্ণ হয়ে উঠুক জীবন।
শারদ উৎসব ঘিরে উন্মাদনা। ঢাকিদের বোল। প্রতিমা-প্যান্ডেল ও আলোক সজ্জায় সেজে উঠবে মণ্ডপ প্রাঙ্গণ। জমাটি আড্ডার আসর। সাহিত্য নিয়ে চর্চা। কবি-সাহিত্যিকরা চর্চায় থাকবেন সাহিত্য নিয়ে। শারদ সংখ্যার মোড়ক উন্মোচন পর্ব চলেছে। এবার পুজোয় একদিকে প্রতিবাদ অন্যদিকে উৎসবের সাজ। ভোজনরসিক বাঙালি নিজের আনন্দ নিজেই খুঁজে নেবে এই উৎসবের মেজাজ থেকে।

