Election CommissionOthers Politics 

বিজয় মিছিল নয় -কোভিড প্রোটোকল মেনে ভোট গণনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিজয় মিছিল করতে পারবে না কোনও রাজনৈতিক দল। এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।করোনা আবহে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।এই অবস্থায় রাজনৈতিক দলগুলির বিজয়মিছিল আরও বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ করা যায়, মাদ্রাজ হাইকোর্ট তিরস্কারের পর কোভিড প্রোটোকল নিয়ে কঠোর নির্বাচন কমিশন। এক্ষেত্রে বলা হয়েছে,২রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল। জয় পেলেও ৫ রাজ্যের কোথাও বিজয় মিছিল করা যাবে না। ভোটগণনার আগে ও পরে, বিজয় মিছিল করতে পারবে না কোনও রাজনৈতিক দিল।

উল্লেখ্য, ২ মে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি , কেরল, তামিলনাড়ুতে ভোটগণনা হবে। বাংলায় ২৯ এপ্রিল একদফা ভোট বাকি। ৪টি রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব শেষ। কোনও দল বিজয়মিছিল করতে পারবে না। পাশাপাশি জয়ের পর কোনও জমায়েতও করা যাবে না। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার পরিস্থিতি গোটা দেশব্যাপী। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলির বিজয়মিছিল আরওবিপদ বয়ে আনতে পারে। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।

সূত্রের খবর, ২ মে গণনার সময় কোভিড প্রোটোকল যাতে পালন করা হয় তার ব্লু-প্রিন্ট বানাতে হবে কমিশনকে। তা না হলে গণনা আপাতত স্থগিত রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট । ২রা মে গণনার জন্য কিছু নির্দেশও কমিশনকে জানিয়েছে আদালত। যেমন- গণনার দিন কোভিড প্রোটোকল সুনিশ্চিত করতে হবে কমিশনকে। রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যেন কাউন্টিংয়ের দিন করোনা সংক্রমণ না বাড়ে, তাও নিশ্চিত করতে হবে কমিশনকে।কাউন্টিং নিয়ম মেনে না হলে তা পিছিয়ে দিতে হবে। মানুষের স্বাস্থ্য সবার আগে, এটা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। মানুষ বেঁচে থাকলে তবেই তো অধিকার প্রয়োগ করবেন, সেই কারণে মানুষকে সুরক্ষিত রাখাটা অত্যন্ত জরুরি।

Related posts

Leave a Comment