পুরভোটের প্রস্তুতি নিয়ে জল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরভোটের প্রস্তুতি শুরু। রাজ্য সরকারের পদক্ষেপ। ভোট করার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে কমিশনে। সূত্রের খবর, প্রাথমিকভাবে কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে সরকার। এক্ষেত্রে পুর দফতর বা রাজ্য নির্বাচন কমিশন এখনই কিছু জানাতে রাজি নয়। কলকাতা ও হাওড়া পুরসভার ভোটপর্ব মিটিয়ে নিতে চায় রাজ্য। এক্ষেত্রে আরও জানা যায়, ভোটের সম্ভাব্য দিন আগামী ১৯ ডিসেম্বর ও ভোট গণনার দিন ২২ ডিসেম্বর এমনটাই বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে দিনক্ষণ চূড়ান্ত হলে দ্রুত প্রস্তুতি শুরু করতে হবে কমিশনকে। অন্য একটি মহলের বক্তব্য, দিনক্ষণ নিয়ে এখনই কোনও পক্ষ মুখ খুলতে নারাজ। প্রথা ও আইন মেনে প্রস্তুতি শুরু হবে বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, রাজ্যে এখন ১১৪টি পুরসভায় ভোটপর্ব বাকি রয়েছে। প্রতিটি পুরসভায় প্রশাসকরা কাজ চালিয়ে আসছেন।

