পুরভোটে পরিবেশ-বিধি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পুরভোটে পরিবেশ-বিধি বজায় রাখতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে। ওই নির্দেশে বলা হয়েছে, নির্বাচন হওয়ার ভোটপ্রার্থী বা তাঁর দলকে প্রচারের ব্যানার, ফেস্টুন নির্দিষ্ট উপায়ে নষ্ট করতে হবে। এ বিষয়ে আরও বলা হয়েছে, প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমাতে হবে। পাশাপাশি লাউড-স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
এক্ষেত্রে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে লাউড-স্পিকার ব্যবহার করলে তা বাজেয়াপ্ত করতে হবে। উল্লেখ করা যায়, নির্বাচন ঘোষণার পর পরিবেশ-বিধি কার্যকর করার আর্জি জানিয়ে একটি পরিবেশপ্রেমী সংগঠন কমিশনে চিঠি দিয়েছিল।

