সাইক্লোনের পূর্বাভাসে নবান্নে জরুরি বৈঠক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও ঝড়ের মুখোমুখি হতে চলেছে বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনই ইঙ্গিত। এই আবহে নবান্নে বসতে চলেছে জরুরি বৈঠক। নবান্ন সূত্রের খবর,ইতিমধ্যেই সুন্দরবনে সাইক্লোনের পূর্বাভাস তৈরি হয়েছে। প্রশাসনিক পদক্ষেপের জন্য বিশেষ বৈঠকে আলোচনা হবে এই সংক্রান্ত বিষয়ে। বৃষ্টি,জলোচ্ছাস,বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম মোকাবিলায় নবান্নে বৈঠক বসছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই বৈঠক হবে। এক্ষেত্রে বলা হয়েছে,সাইক্লোন সহ সামুদ্রিক ঝড়ের মোকাবিলায় কী কী আগাম প্রস্তুতি নেওয়া হবে তার জন্য এই বৈঠক। নবান্ন সূত্রের আরও খবর,দুপুর ৩টে নাগাদ এই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে। বৈঠকে সব জেলার জেলাশাসক,এনডিআরএফ-এর প্রতিনিধি ও কোস্টাল গার্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

