mamata and meetingOthers Politics 

ফল প্রকাশের আগে তৃণমূলের জরুরি বৈঠক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:জয়ী বিধায়কদের এখন ধরে রাখাই একমাত্র লক্ষ্য। বিধানসভার ফল প্রকাশের আগে আজ জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেতা আসন নিয়ে পদ্ম শিবিরে ঝুঁকতে পারেন এমন আশঙ্কায় এই বৈঠক। এই বৈঠকে বিশেষ বার্তা দিতে পারেন দলনেত্রী,এমনটাই আন্দাজ করা হচ্ছে।

ভোট শেষ। এবার অপেক্ষা ফল প্রকাশের। তার আগে দলীয় প্রার্থীদের নিয়ে আজ বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রের খবর,ভার্চুয়াল এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে দলের সমস্ত প্রার্থীদের। ঠিক কী কারণে জরুরি বৈঠক ডাকলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো প্রার্থীদের দু’টি বিষয় তুলে ধরতে চাইবেন। জেতার পর সিদ্ধান্ত বদল করা চলবে না। জয়ের পর পদ্ম শিবিরে নাম লেখানো চলবে না। আবার আগামী রবিবার ভোট গণনায় কাউন্টিং এজেন্ট যাঁরা থাকবেন, তাঁদের সব বিষয়ে সজাগ থাকতে বলা হবে। এক্ষেত্রে কোনও ভুল করা যাবে না কাউন্টিং হলে,এমনটাই জানানো হবে।

রাজনৈতিক মহল ও বিশ্লেষকরা বলছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের প্রাপ্ত আসনের ব্যবধান বেশি না হলে সমস্যা বাড়তে পারে তৃণমূল শিবিরে। এক্ষেত্রে ভয় থাকছে নানা প্রলোভনে পড়ে যাতে জেতা আসন নিয়ে পদ্ম শিবিরে ঝুঁকতে না পারেন,সে বিষয়টি দেখা হবে। জয়ী তৃণমূল বিধায়কদের রুখতে এই বৈঠকে জোরালো বার্তা দিতে পারেন দলনেত্রী,এমনটাই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment