energy plantationEducation Others 

শক্তি আবাদ বলতে ঠিক কি বোঝানো হয় ?

শক্তি আবাদ বা Energy-Plantation বলতে ঠিক কি বোঝানো হয়। কৃষিকাজের ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। এ বিষয়ে কৃষি বিশেষজ্ঞরা বলছেন,পতিত ও ক্ষয়প্রাপ্ত ভূমিতে দ্রুত বৃদ্ধি পায় এমন উচ্চ ক্যালোরি সম্পন্ন বৃক্ষ ও ঘাস জাতীয় উদ্ভিদ সৃজন করা হয়ে থাকে। এই ধরণের আবাদ শক্তি জ্বালানি কাঠ,পশুখাদ্য সরবরাহ ও শ্রম নিযুক্তিতে সহায়ক হয়ে থাকে। বৃক্ষের বাষ্পীকরণের দ্বারা শক্তি উৎপন্ন হয়ে থাকে। ভারতের বেশ কিছু রাজ্যে এই ধরণের বনসৃজন করা চলছে।

Related posts

Leave a Comment