সপ্তম দফার ভোটপর্বের একঝলক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সপ্তম দফার ভোটপর্বের একঝলক তুলে ধরা হল। এই দফায় কলকাতায় কেন্দ্র সংখ্যা ৪টি। বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী ও কলকাতা-বন্দর। এখানে ভোটার ৮,৯৫,৯৯৪ জন। প্রার্থী সংখ্যা ৪২ জন। বুথ সংখ্যা ১,২৪৫টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ৬৪ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৫,০০০।
পশ্চিম বর্ধমানে কেন্দ্র সংখ্যা ৯টি। আসানসোল-উত্তর, আসানসোল-দক্ষিণ, দুর্গাপুর-পূর্ব, দুর্গাপুর-পশ্চিম, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, কুলটি ও বারাবনি। এখানে ভোটার ২২,৩১,৭৪৯ জন। প্রার্থী সংখ্যা ৬৪ জন। বুথ সংখ্যা ৩,০৬৪টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৩,০৬৪টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ১৫৭ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৬,০০০।
মুর্শিদাবাদে কেন্দ্র সংখ্যা ৯টি। ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম। এখানে ভোটার ২২,৫৩,২৫৭ জন। প্রার্থী সংখ্যা ৭৬ জন। বুথ সংখ্যা ৩,১৪৬টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৫৩১টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ১৭১ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৬,৫৩৮।
মালদহে কেন্দ্র সংখ্যা ৬টি। হবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া। এখানে ভোটার ১৫,৩১,১৫৩ জন। প্রার্থী সংখ্যা ৪৭ জন। বুথ সংখ্যা ২,১৫৭টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৭৮৯টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ১১৮ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৪,৫০০।
দক্ষিণ দিনাজপুরে কেন্দ্র সংখ্যা ৬টি। বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, হরিরামপুর ও কুশমণ্ডি। এখানে ভোটার ১২,৭৪,৮৬৬ জন। প্রার্থী সংখ্যা ৩৯ জন। বুথ সংখ্যা ১,৭৫৫টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৩৪৭টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ১১০ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৩,৩০০।

