চার পুর নিগমে ভোটের চালচিত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চার পুর নিগমে আজ ভোটগ্রহণ পর্ব চলছে। একনজরে সেই ভোটের চালচিত্র তুলে ধরা হল।
আসানসোল পুরসভা : মোট ওয়ার্ড ১০৬ – (গত পুরভোটের ফলাফল) তৃণমূল কংগ্রেস – ৭৬, বামফ্রন্ট – ১৭, বিজেপি – ৮, কংগ্রেস – ৩ ও নির্দল – ২।
বিধাননগর পুরসভা : মোট ওয়ার্ড ৪১ – (গত পুরভোটের ফলাফল) তৃণমূল কংগ্রেস – ৩৭, বামফ্রন্ট – ২ ও কংগ্রেস – ২।
চন্দননগর পুরসভা : মোট ওয়ার্ড ৩৩ – (গত পুরভোটের ফলাফল) তৃণমূল কংগ্রেস – ২১, বামফ্রন্ট – ৮, বিজেপি – ১ ও নির্দল – ৩।
শিলিগুড়ি পুরসভা : মোট ওয়ার্ড ৪৭ – (গত পুরভোটের ফলাফল) বামফ্রন্ট – ২৩, তৃণমূল কংগ্রেস – ১৭, কংগ্রেস – ৪, বিজেপি – ২ ও নির্দল – ১।
ভোটের চার পুরনিগম : আসানসোল – ১০৬টি ওয়ার্ড। ভোটার- ৯,৪২,০৮৮। শিলিগুড়ি – ৪৭টি ওয়ার্ড। ভোটার- ৪,০২,৮৯৫। চন্দননগর – ৩৩টি ওয়ার্ড। ভোটার- ১,৪৪,৮৩৯। বিধাননগর – ৪১টি ওয়ার্ড। ভোটার- ৪,৪৬,৬৪০।
বুথ সংখ্যা : বিধাননগর- ৫২৩, চন্দননগর- ১৭৬, আসানসোল- ১১৮২ ও শিলিগুড়ি- ৫০২।

