নাসা গবেষণা পত্রে আশঙ্কা ও সতর্কবার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের দাপট বাড়তে চলেছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেখা যাবে ঝড়ের দাপটেও ৷ এর জেরে আশঙ্কা তৈরির সম্ভাবনা বেড়ে চলেছে প্রকৃতি ও মানবসভ্যতায়। চরমভাবাপন্ন হয়ে পড়ছে ক্রমশ আবহাওয়া ৷ এই পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে ভয়াবহ সতর্কবার্তার কথা উল্লেখ করেছে নাসা ৷ মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার পক্ষ থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বিষয়টি।
উল্লেখ করা যায়,সম্প্রতি সতর্কবার্তা প্রকাশিত হয়েছে ৷ নাসা প্রকাশিত ওই গবেষণা পত্রে উল্লেখ করা হয়, বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়বে ঝড়ের দাপটেও ৷ বেশি পরিমাণে উষ্ণ বাতাস প্রবেশ করে ঝড়ের তীব্রতা বাড়িয়ে তুলবে। ঝড়ের গতিবেগ ও শক্তি বেড়ে যাবে অনেক বেশি ৷ এই আবহের মধ্যে বেড়ে যাবে ধ্বংসলীলাও ৷
নাসার গবেষকদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বায়ুর চাপের নিরিখে ও বাতাসের গতির নিরিখে ঝড় অনেক গুণ শক্তিশালী হয়ে উঠবে। প্রভাব পড়বে পৃথিবীর মেরু অঞ্চলেও ৷ গবেষক ও বিশেষজ্ঞ বিজ্ঞানীদের বক্তব্য, শেষ ১২ বছরে মেরু অঞ্চলে বয়ে চলা বিশাল ঝড়ের বিষয়ে একটি তুলনামূলক আলোচনা তুলে ধরা হয়েছে। সেই তথ্য নিরিখে বিশেষজ্ঞরা দেখেছেন,ঝড়ের ধ্বংসলীলা বাড়বে ৷ এই পরিস্থিতির জেরে সমুদ্রপথে যাতায়াত হয়ে পড়বে কঠিন ৷ এই বিষয়টিতে একেবারেই মেরু অঞ্চলের ঝড়ের কথা উল্লেখ করা হয়েছে। (ছবি: সংগৃহীত)

