প্রবল বর্ষায় বন্যা উত্তর দিনাজপুরে, আতঙ্কে মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রবল বৃষ্টি উত্তর দিনাজপুরে। তার জেরে বন্যা পরিস্থিতি ভয়াবহ। স্থানীয় সূত্রের খবর, ভারী বৃষ্টির কারণে জলস্তর বাড়ছে কুলিক নদীতে। টাঙ্গন নদীও বিপদসীমা অতিক্রম করছে। নাগর নদীর জলে বহু এলাকা জলমগ্ন হয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন রায়গঞ্জের মানুষ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ত্রাণ শিবিরগুলিতে বন্যা কবলিত মানুষের সংখ্যা বাড়ছে। জলমগ্ন হয়ে যাওয়ায় উদ্বেগে রাত কাটছে রায়গঞ্জবাসীর। আবার শহর এলাকায় আব্দুলঘাটা এলাকায় ধস নেমেছে কুলিকের বাঁধে। ওই বাঁধ মেরামতির কাজ চলছে। পাশাপাশি ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার পরিস্থিতি উদ্বেগজনক। করণদিঘি ও রায়গঞ্জ ব্লকে নাগর নদীর জলে প্লাবিত কয়েকটি গ্রাম। আবার কুলিক ও নাগর নদীর জলে প্লাবিত রায়গঞ্জ ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার অনেকগুলি গ্রাম। জলমগ্ন হয়েছে কয়েক হেক্টর চাষ জমি। টাঙ্গন নদীর জলে প্লাবিত হয় কালিয়াগঞ্জ ব্লকের কয়েকটি এলাকা।

