ফের ঝড়ের পূর্বাভাস!
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আবারও ঝড়ের পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে এমনই ইঙ্গিত। বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল মাধ্যম সূত্রে জানানো হয়েছে, জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এ বিষয়ে স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। ভারতের মৌসম ভবন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে পারেনি। ভারতের মৌসম ভবন সূত্রের খবর, উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। (ছবি: সংগৃহীত)

