Manmohan SinghOthers 

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন স্থিতিশীল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মনমোহন স্থিতিশীল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অবস্থা স্থিতিশীল বলে দিল্লির এইমস সূত্রে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রের আরও খবর, নতুন একটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মনমোহনের জ্বর আসায় এইমসে ভর্তি করা হয়। ৮৭ বছর বয়সী মনমোহন কার্ডিও-থোরাসিক সেন্টারে ভর্তি হন। তাঁর জন্য চিকিৎসক দল গঠন করা হয়েছে।

Related posts

Leave a Comment