করোনা পরিস্থিতেও পর্যটন শিল্পে আশার আলো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে পর্যটন। এখন কিছু পর্যটন কেন্দ্র খুললেও ব্যবসা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে উৎসবের মুরসুমে অনেকে বেড়ানোর খোঁজখবর নেওয়ায় তা কিছুটা বাড়ার আসায় দিন গুনছে পর্যটন শিল্প। পাশাপাশি নতুন বুকিং নিতে তৈরি ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
সূত্রের খবর, সুষ্ঠু ভাবে পর্যটন চালু রাখার জন্য নির্দিষ্ট নির্দেশিকা ও পরিকল্পনা প্রণয়ন ও কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কলকাতা, সুন্দরবন, গঙ্গাসাগর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, শিলিগুড়ি প্রভৃতি জায়গায় করোনা বিধি মেনে প্রচার চালায় বিভিন্ন সংগঠন।
অ্যাসোসিয়েশন সূত্রে খবর, বহু লোকে খোঁজ-খবর নিচ্ছেন বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলতে তাঁরাও আগ্রহী। তবে সরকারি ছাড়পত্র থাকলেও স্থানীয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। তাঁরা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, ব্যবসা চাঙ্গা করতে সব স্তরে পর্যটনের নির্দেশিকা স্পষ্ট ও স্বচ্ছ করা হোক।

