বৈদ্যুতিন ব্যবস্থার মাধ্যমে জিএসটি রিটার্ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিটার্নে সুবিধা। সূত্রের খবর, আগামী ৩১ মে পর্যন্ত বৈদ্যুতিন ব্যবস্থার মাধ্যমেই মাসিক জিএসটি রিটার্ন যাচাই করে জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে রিটার্নে তাঁদের ডিজিটাল সইয়ের প্রয়োজন হবে না। উল্লেখ করা যায়, করোনা সংক্রমণের জেরে বেশ কিছু রাজ্যে আংশিক লকডাউন শুরু হয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে অফিসও। এই আবহে ডিজিটাল স্বাক্ষরের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার সুরাহা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে পরোক্ষ কর পর্ষদ (সিবিআইসি)। সূত্রের আরও খবর, ইলেকট্রনিক ভেরিফিকেশন কোডের মাধ্যমে জিএসটিআর-৩বি ও জিএসটিআর-১ যাচাই করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

