কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। সূত্রের খবর, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সূত্রের আরও খবর, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশে তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এ সপ্তাহ থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে।

