tooth and painHealth Others 

দাঁতে ব্যথার উপশমে ঘরোয়া উপায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতকালে বেড়ে যায় দাঁতে ব্যথার নানা উপদ্রব। নাজেহাল হতে হয় এইসময়। মোকাবিলা করার জন্য সহজ কিছু ঘরোয়া উপায় রয়েছে। দাঁতে ব্যথা হলে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি। তবে ঘরোয়া উপায়ে ব্যথার উপশমে চেষ্টা করতে পারেন। দাঁতের ব্যথা খুবই কষ্টকর ব্যথা। শীতের সময়ে সেই উপদ্রব আরও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে বলা হয়েছে, প্রথমেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে কড়া কড়া অ্যান্টিবায়োটিক না খেয়ে, ঘরোয়া উপায়ে ব্যথার মোকাবিলা করা উচিত। নারকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তা ভাল করে মিশিয়ে নিয়ে ব্রাশের সাহায্যে এই মিশ্রণ দাঁতে লাগালে উপকার পাওয়া যায়। দিনে ৩ বার এমনটা করলে অনেকটা আরাম পাওয়া যায়। লবঙ্গে রয়েছে ইউজিনল, যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে থাকে ।

আবার নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সংক্রমণ রোধ করে। এক টুকরো আদাও দাঁতের ব্যথায় উপকার দেয়। দাঁত দিয়ে হালকা করে চিবালে উপকার মেলে। কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে যেতে সাহায্য করে। পাশাপাশি রসুন দাঁতে ব্যথা রোধ করতে সাহায্য করে। রসুনের সাথে একটু নুনও মিশিয়ে নেওয়া যেতে পারে। এক কোয়া রসুন থেঁতো করে যে দাঁতে ব্যথা সেই দাঁতে লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়।
আবার তুলো জলে ভিজিয়ে বেকিং সোডা লাগিয়ে যে দাঁতে ব্যথা রয়েছে সেখানে চেপে রাখতে পারেন। নতুবা এক চা চামচ বেকিং সোডা এক গ্লাস গরম জলে মিশিয়ে কুলকুচি করলেও উপকার পাওয়া যায়।

Related posts

Leave a Comment