প্রয়াত মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ হোসনি মুবারক (৯১)। ৩ দশকের শাসনকালে স্বৈরাচার, নৈরাজ্য আর নৃশংসতার জীবন্ত নজির গড়ে উঠেছিল। ২০১১ সালে তাহরির স্কোয়ারের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান কেড়ে নেয় শাসকের পদটি। এরপর জেল আর হাসপাতালই হয়ে ওঠে ঠিকানা। শেষ পর্যন্ত লড়াইয়ের সমাপ্তি। পাকস্থলির টিউমারে অস্ত্রোপচার হয়েছিল বলে জানা যায়। তারপর থেকে আইসিইউ-তে ছিলেন মুবারক। ১৯২৮ সালে জন্ম হয়েছিল। যৌবনে বায়ুসেনায় যোগদান করেছিলেন। উল্লেখ্য, ১৯৭৩ সালের আরব-ইজরায়েল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কয়েক বছরের মধ্যেই তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যার পর শাসকের পদ পেয়েছিলেন হোসনি মুবারক। ইজরায়েল-প্যালেস্তাইন শান্তি-প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল মুবারকের। তবে সেই সাফল্যের জন্য নয়, মুবারক স্মরণীয় হয়ে রয়েছেন তাঁর স্বৈরাচারী শাসনের জন্য।