মিষ্টি বিক্রির ক্ষেত্রে এবার নয়া নিয়ম চালু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিষ্টি বিক্রির ক্ষেত্রে এবার নয়া নিয়ম চালু হচ্ছে।আগামী জুন মাস থেকে এই নিয়ম বলবৎ হতে চলেছে।জানা গিয়েছে ,মিষ্টি বিক্রির সময়ে ক্রেতাকে উৎপাদনের তারিখ জানাতে হবে বাধ্যতামূলকভাবে,এমনটাই নির্দেশ দিয়েছে দ্য ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই )।পাশাপাশি ওই মিষ্টি কতদিনের মধ্যে খেতে হবে তা জানানোও বাধ্যতামূলক।উল্লেখ্য, এর আগে কেবলমাত্র বাক্সবন্দী বা প্রি -প্যাকেট মিষ্টির ক্ষেত্রেই এই নিয়ম ছিল।এবার থেকে স্থানীয় মিষ্টি বিক্রেতাদেরও এই নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছে এফএসএসএআই।মিষ্টি খেয়ে পর পর অসুস্থ হওয়ার অভিযোগ ওঠায় এবার এই পদক্ষেপ নেওয়া শুরু।