Income Tax-2Others 

আয়করের তথ্য ও পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয়করের তথ্য। সূত্রের খবর, আয়কর দফতরের ওয়েবসাইটে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের নতুন বিভাগগুলি দেখার সুবিধা বা পরিষেবা চালু হয়েছে। আয়কর দফতর সূত্রের খবর, সুদ, ডিভিডেন্ড, শেয়ার-মিউচুয়াল ফান্ডের লেনদেন ও বিদেশ থেকে টাকা পাওয়া সংক্রান্ত তথ্যগুলি ২৬এএস ফর্মে পাওয়া যাবে। পাশাপাশি এক্ষেত্রে আরও বলা হয়েছে, বৈদ্যুতিন ফাইলিং পোর্টালের সার্ভিসেস অংশে গিয়ে ‘এআইএস’-এ প্যান দিয়ে ওই তথ্য ডাউনলোড করা যাচ্ছে।

Related posts

Leave a Comment