বিধাননগর পুলিশ কমিশনারেটে স্বাধীনতা দিবস উৎযাপন
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ ৭৪তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে স্বাধীনতা দিবস উৎযাপন করা হল বিধাননগর পুলিশ কমিশনারেটেও। সূত্রের খবর, সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাক্স পড়ে এই স্বাধীনতা দিবস পালন করা হয় বিধাননগর পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি যে সমস্ত পুলিশকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরেও এসেছেন, তাঁদের মধ্যে ১০ জন পুলিশকর্মীকে পদক দিয়ে সম্মানিত করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ বিধাননগরের পুলিশকর্মীরা।

