দেশের ৬ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পন্ন হবে :প্রধানমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর ঘোষণা-“আগামী ১০০০ দিনের মধ্যে দেশের ৬ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পন্ন হবে।” এতে শহরের মতো গ্রামের মানুষও ডিজিটাল ভারতের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবেন বলে তিনি আশাবাদী। প্রসঙ্গত, ডিজিটাল হেলথ মিশনের কথা মাথায় রেখেই গ্রামে হাইস্পিড ইন্টারনেট চালুর পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়েই স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার পথে হাঁটবে ভারত। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আওতায় প্রত্যেক ভারতীয়কে দেওয়া হবে হেলথ আইডি।”
জানা গিয়েছে,এই আইডি-তে লেখা থাকবে রোগীর রোগের খতিয়ান। নাম ঠিকানা পরিচয় সহ কী রোগ, কী ওষুধ, কোথায় চিকিৎসা, কোন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, সব কিছুই উল্লেখ থাকবে এই একটি কার্ডে। অন্যদিকে,ভারতের ৬ লক্ষ গ্রামই নয়, নরেন্দ্র মোদি এদিন লাক্ষাদ্বীপেও বুলেট গতির ইন্টারনেট প্রসারের কথাও জানিয়েছেন।দেশের মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে সুরক্ষিত ভাবে যেন স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সেই লক্ষ্যেই অবিচল ভারত। উল্লেখ্য, ভারতে কারোনা ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি হয়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর । দেশে ৩টি করোনা ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে বলেও জানান তিনি।এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঘোষণা, “গবেষকদের সবুজ সংকেত পেলেই ভারতে করোনা টিকার গণ উৎপাদন শুরু হবে। প্রত্যেক ভারতীয়কে সেই টিকা দেওয়ার রূপরেখাও তৈরি।”

