INDIAN NAVYOthers 

১০+২ (বি টেক) ক্যাডেট এন্ট্রি স্কিমে ৩৪ অবিবাহিত পুরুষ নিচ্ছে ভারতীয় নৌসেনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১০+২ (বি টেক) ক্যাডেট এন্ট্রি স্কিম (পার্মানেন্ট কমিশন) -এ কোর্স করাতে ৩৪ অবিবাহিত তরুণকে নিচ্ছে ভারতীয় নৌসেনা। কেরালার এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ৪ বছরের বি টেক ডিগ্রি কোর্স শুরু হবে ২০২১ -এর জানুয়ারিতে। কোর্স শেষে এডুকেশন ব্রাঞ্চে এবং এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে। কোর্স শেষে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে বি টেক ডিগ্রি পাবেন।

(ব্রাঞ্চ – এ) এডুকেশন ব্রাঞ্চ: শূন্যপদ ৫টি। (ব্রাঞ্চ – বি) এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চ: শূন্যপদ ২৯টি। প্রার্থীরা ব্রাঞ্চ-এ অথবা ব্রাঞ্চ-বি অথবা দুটি ব্রাঞ্চের জন্যই আবেদন করতে পারবেন। তবে একটাই দরখাস্ত করবেন। প্রার্থীর প্রথম পছন্দের ওপর ভিত্তি করে এসএসবি -র জন্য বাছাই করা হবে।

ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ইংরেজি নিয়ে পড়ে উচ্চমাধ্যমিকে/ সমতুলে মোট অন্তত ৭০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। এছাড়া বি ই/ বি টেকের জন্য জেইই (মেইন) – ২০২০ পরীক্ষা দিয়ে থাকতে হবে। এনটিএ প্রকাশিত, জেইই (মেইন) – ২০২০ -র অল ইন্ডিয়া রাঙ্কের ভিত্তিতে সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি) -র জন্য কল আপ ইস্যু করা হবে।

এসএসবি দ্বারা প্রস্তাবিত সকল প্রার্থীর প্রচলিত নিয়ন্ত্রণ অনুযায়ী মেডিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে। এক্ষেত্রে কোনও ছাড় নেই। মেডিক্যাল স্ট্যান্ডার্ডের গাইডলাইন এবং কোন কোন এলাকার বাসিন্দারা উচ্চতায় ছাড় পাবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা নৌসেনার ওয়েবসাইটে।

সাব-লেফেটন্যান্ট পদে নিয়োগ হবে। পরবর্তীতে বাধ্যতামূলক কোর্স, সি টাইম এবং মেিডক্যাল কন্ডিশনের ভিত্তিতে কমান্ডার পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে।

এসএসবি -র জন্য জেইই (মেইন) অল ইন্ডিয়া রাঙ্ক (এআইআর) – ২০২০ -র ভিত্তিতে দরখাস্ত বাছাই করা হবে। বাছাই প্রার্থীদের এসএসবি ইন্টারভিউ হবে ব্যাঙ্গালোর/ ভোপাল/ কলকাতা/ বিশাখাপত্তনমে – নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এসএসবি ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের জানানো হবে ই-মেল বা এসএমএস -এর মাধ্যমে। ইন্টারভিউ হবে ২ ধাপে। প্রথম ধাপে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন এবং গ্রুপ ডিসকাশন। প্রথম ধাপে অসফল হলে সেইদিনই ফেরত আসতে হবে। দ্বিতীয় ধাপে থাকবে সাইকোলজিক্যাল টেস্টিং, গ্রুপ টেস্টিং এবং ইন্টারভিউ। চলবে ৪ দিন ধরে। দ্বিতীয় ধাপে সফল প্রার্থীদের এরপর হবে ডাক্তারি পরীক্ষা। এতে সময় লাগবে ৩ থেকে ৫ দিন। এসএসবি ইন্টারভিউয়ের ভেন্যু বদলানো যাবে না। অনিবার্য কারণে এসএসবি -র তারিখ বদল হলে তা জানানো হবে এসএসবি-র সংশ্লিষ্ট কল আপ অফিসে। প্রথম যাঁরা এসএসবি ইন্টারভিউয়ে যাচ্ছেন তাঁরা টিকিট দেখালে রেলের এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন।

দরখাস্ত করবেন অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবাসাইটে।

অনলাইন আবেদন করুন || রেজিস্ট্রেশন || লগ ইন ||

Related posts

Leave a Comment