উড়ানে নিষেধাজ্ঞা আরও বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উড়ানে নিষেধাজ্ঞা আরও বাড়ল। সূত্রের খবর, ভারতে আন্তর্জাতিক উড়ান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরও ১ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিজিসিএ-র তালিকাভুক্ত বিশেষ বিমানগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, করোনা আবহের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ডিজিসিএ তাদের নতুন নির্দেশিকা অনুযায়ী জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনে নির্ধারিত কিছু রুটে আন্তর্জাতিক বিমান চালানো যেতে পারে।

