language dayEducation Others 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : বাংলা ভাষার সমৃদ্ধি

আজ ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মানুষ মনের ভাব প্রকাশ করে ভাষায়। মাতৃভাষায় সেই প্রকাশ ঘটে। আমরা বাংলায় কথা বলি। বাংলা আমাদের মাতৃভাষা। এটা আমাদের জন্মগত অধিকার। মায়ের কাছে শেখা প্রথম শব্দটি হল বাংলা। বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি ভাষা বলে পরিচয় বহন করে বাংলা। কারণ,বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষার মানুষ খুঁজে পাওয়া যায়। বাংলা ভাষায় রয়েছে অতীত ঐতিহ্য। তথ্য অনুযায়ী জানা যায়, সমগ্র বিশ্বে এখন ভাষার সংখ্যা ৭১৬৮ টি। আবার ভাষার দিক থেকে এখন বাংলা ভাষা বিশ্বের ষষ্ঠ প্রচারিত ভাষা হিসেবে স্বীকৃত। পাশাপাশি পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ কথা বলে থাকেন এই ভাষায়।


তবে যে বাংলা ভাষার জন্য আন্দোলন,রক্তক্ষয় তা আমরা বঙ্গবাসী হিসেবে আপন করে নিতে পেরেছি? সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অনেকেই বলে থাকেন,মাতৃভাষা ব্যবহারের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থাকা উচিত। সত্যিই কী বাংলা ভাষা নিয়ে সামনের দিকে চলি। ইংরেজি ভাষা ব্যবহারের কারণে বাংলা ভাষা অসহায় হয়ে পড়ছে না?সেই প্রশ্নটাও থাকছে। বাঙালি জাতি হিসেবে এই সংক্রান্ত নানা প্রশ্নের মুখোমুখি হই আমরা। আজকের দিনে একটু খেয়াল করে দেখবেন, প্রাত্যহিক জীবনে শুদ্ধ বাংলার ব্যবহার আজও নিশ্চিত করতে পারিনি। বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে বিশ্বে জনপ্রিয় হয়েছেন বহু ব্যক্তিত্ব। বাংলা ভাষাকে গর্বিত করেছেন কবি-সাহিত্যিক-লেখক-নাট্যকার বুদ্ধিজীবীরা। শুধু এই সব জগতের মানুষ নন,বিশ্বের কাছে সমৃদ্ধ করেছেন বাংলাকে অনেক বাংলা ভাষী মানুষ।

বাংলা ভাষার রত্নভান্ডারকে প্রতিনিয়ত ঋদ্ধ করে চলেছে জ্ঞানী ও গুণীজনেরা। বাংলা ভাষা প্রতিষ্ঠার গৌরবময় ইতিহাসকে মান্যতা না দিয়ে এই প্রজন্ম বাংলা ভাষাকে বিকৃতিকরণ করার প্রয়াস
নিচ্ছে। বাংলা-ইংরেজির মিশ্রণে কথা বলার প্রবণতা দেখে অবাক হতে হয়। অনলাইনে, ব্যানারে, পোস্টার-ফেস্টুন ও সাইনবোর্ডে ভুল বানান দেখে বিচলিত হতে হয়। বাংলা লেখার ক্ষেত্রে এই অশুভ ভাবনা সরাতে হবে। নিগৃহীত হচ্ছে বাংলা ভাষা,এটা কি কাম্য? আধুনিকতার এই যন্ত্রময় জীবনের স্পর্শে বাংলা ভাষার সঙ্গে সমস্বরে উচ্চারিত হয়ে চলেছে অনেক বিদেশী ভাষার শব্দও। যার ফলে ভাষার ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে। এই অপপ্রয়োগ নিয়ে মাথা ঘামাতে রাজি নন,উদাসীন মানুষ। এ সব বাংলা ভাষা সমৃদ্ধির পক্ষে অন্তরায় কিনা,তা নিয়ে ভাবতে হবে বাংলা ভাষা-ভাষী মানুষকে।

Related posts

Leave a Comment