ইরফান অভিনীত শেষ ছবি “দ্য সং অফ স্করপিয়ন্স”
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুক্তি ইরফান খান অভিনীত শেষ ছবি “দ্য সং অফ স্করপিয়ন্স”-এর ট্রেলার। ইরফান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামী ২৯ এপ্রিল। আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। অনুপ সিং পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী ওয়াহিদা রহমান এবং গোলশিফতেহ ফারাহানি। পাশাপাশি শশাঙ্ক অরোরা, তিলোত্তমা সোম, সারা অর্জুন, শেফালি ভূষণরাও রয়েছেন এই ছবিতে। উল্লেখ্য,২০১৭ সালের ৯ অগস্ট “দ্য সং অফ স্করপিয়ন্স”-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ৭০ তম সুইজারল্যান্ডে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে।
ছবির বিষয়বস্তু রাজস্থানের থর মরুভূমির একটি লোকগাথার। এই সিনেমায় ইরফানকে দেখা যায় একজন উট ব্যবসায়ীর ভূমিকায়। সে নুরান নামে এক আদিবাসী মহিলার প্রেমে পড়ে। নুরানের চরিত্রে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহান।