জামাই ষষ্ঠীতে পূর্ণদিবস ছুটি ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জামাই ষষ্ঠীতে পূর্ণদিবস ছুটি পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। নবান্নের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হল, জামাই ষষ্ঠী উপলক্ষে আগামী কাল বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে,প্রতিবারের মতো হাফ ছুটি নয়। এবার একদিনের সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। প্রতি বছর জামাইষষ্ঠীতে হাফ ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যেসব রাজ্য সরকারি অফিস রয়েছে তা বুধবার পুরোপুরি বন্ধ থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষে।
উল্লেখ করা যায়,গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা আবহে আরও একদফা বিধি-নিষেধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, গণপরিবহণ পুরোপুরি বন্ধ থাকবে। মিলবে না বাস ও ট্রেন পরিষেবা। অন্যদিকে ওঠা যাবে না স্টাফ স্পেশাল ট্রেনেও । বন্ধ থাকছে মেট্রো পরিষেবাও। এই অবস্থায় ব্যক্তিগত গাড়ি ছাড়া চলাচল করা প্রায় অসম্ভব।
এ বিষয়ে সরকারি কর্মীদের একাংশের বক্তব্য, যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা করোনা পরিস্থিতির কথা মেনেই। গোটা দিন ছুটি পাওয়াতে খুশি অনেকেই ।

