নিট-জয়েন্টের স্থগিত পরীক্ষার দিনক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কোভিড-১৯ অতিমারির প্রভাব। সূত্রের খবর, নিটের ১৫ লক্ষ এবং জয়েন্ট-মেন (জেইই-মেন)-এর ৯ লক্ষ পরীক্ষার্থী অনিয়শ্চতায়। এই পরিস্থিতির মধ্যে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে, লকডাউনে অন্য শহরে চলে যেতে হয়েছে অনেককে। সে কারণে দুটির ক্ষেত্রেই পরীক্ষার কেন্দ্র বদল করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

