kalpataru utsab and pujaOthers 

দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবে ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে বন্ধ থাকছে দক্ষিণেশ্বরের কল্পতরু উৎসব। তাই ভক্ত ও দর্শনার্থীদের মনও ভারাক্রান্ত। বন্ধ রাখা হবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। উল্লেখ করা যায়,পয়লা জানুয়ারি মানেই শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে দক্ষিণেশ্বর মন্দির বা কাশীপুর উদ্যানবাটী যাওয়ার তিথি। করোনার কথা মাথায় রেখে এবার ভক্তদের জন্য বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা।
প্রসঙ্গত, প্রতিবছর কল্পতরু উৎসবে কয়েক লক্ষ দর্শনার্থী ভিড় জমান দক্ষিণেশ্বর প্রাঙ্গনে। দীর্ঘ লাইনও পড়ে। ভোর রাত থেকে দর্শনার্থীদের সমাগম হয় । প্রতি বছর ছাড়িয়ে যায় ভক্তদের লাইন। করোনার বছরে এই ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ।
পঞ্চবটী কেন্দ্রে যে মেলাটি বসানো হয় কল্পতরু উৎসবকে কেন্দ্র করে তাও বন্ধ রাখা হয়েছে । তবে ভবতারিণী মন্দির ও শ্রীরামকৃষ্ণ কক্ষে বিশেষ পুজো হবে প্রথা মাফিক। এক্ষেত্রে ভক্তদের জন্য সিংহদুয়ার খোলা হবে না। এক্ষেত্রে জানা যায়,১৮৮৬ সালের পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণের এক বিশেষ ভাবসমাধি হয়েছিল। তিনি সকলের উদ্দেশে বলেছিলেন, “তোমাদের চৈতন্য হোক”। এই দিনটিই কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়ে আসছে।

Related posts

Leave a Comment