কলকাতা বইমেলায় থাকবে বিধি-নিষেধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বইমেলাতে থাকছে বিধি। করোনা আবহে এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আগের থেকে বেশি এলাকা ফাঁকা রাখার ব্যবস্থা করতে হবে। এমনকী প্রয়োজনে স্টলের আয়তন কমানো হতে পারে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ করার জন্য লিটল ম্যাগাজিন স্টলগুলিকে দুটি জায়গায় ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন। অন্যদিকে প্যাভিলিয়নের সংখ্যাও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
মাস্ক ছাড়া বইমেলায় যাতে কোনওভাবে প্রবেশাধিকার না থাকে, তা নিশ্চিত করার জন্য আয়োজকদের জানানো হয়েছে সরকারিভাবে। এ বিষয়ে আরও জানা যায়, মেলা কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছেও বিলি করার জন্য মাস্ক রাখা থাকবে। উল্লেখ করা যায়, বইমেলা সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন মাঠেই অনুষ্ঠিত হবে। মেলায় প্রবেশ ও প্রস্থানের জন্য ৯টি পথ রাখা হবে, এমনটাই জানা যায়। বইমেলা সংক্রান্ত এই সব বিষয় নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

