Kolkata High Court-3Others 

করোনা পরিস্থিতিতে কেন্দ্রের হলফনামার নির্দেশ হাইকোর্টের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রের হলফনামা চাইল হাইকোর্ট। করোনাজনিত পরিস্থিতিতে সংক্রমণ রুখতে সার্বিকভাবে ঠিক কী-কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এবার তা কেন্দ্রকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, চিকিৎসক ফুয়াদ হালিমের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জানা যায়, পরবর্তী শুনানি ৩০ এপ্রিল। ওই দিনের মধ্যেই কেন্দ্রকে হলফনামা পেশ করতে হবে। এই মামলায় রাজ্য সরকার পূর্বেই হলফনামা পেশ করেছে।

Related posts

Leave a Comment