Bus from rajasthan to west bengalBreaking News 

মে দিবসে ভিনরাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের অনুরোধ মুখ্যমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে ভিন রাজ্যে বহু শ্রমিক আটকে পড়েছেন। এই সমস্ত আটকে পড়া শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন চালু করতে কেন্দ্রকে অনুরোধ করল রাজ্য সরকার। গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে এই ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কথা হয়।
তাঁর বক্তব্য, “আমাদের রাজ্যের প্রায় দু’লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন। কেরল, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে তাঁরা আটকে আছেন এবং এত দূর থেকে এইসব শ্রমিককে বাসে করে আনা কোনোভাবেই সম্ভব নয়। তাই বিশেষ ট্রেন দেওয়ার অনুরোধ করা হয়েছে।”
উল্লেখ্য, রাজস্থানের কোটা থেকে যেসমস্ত বাসে ছাত্র-ছাত্রীদের বাংলায় আনা হচ্ছে, সেইসমস্ত বাসে করেই এরাজ্যে আটকে থাকা রাজস্থানের শ্রমিকদের তাঁর নিজেদের রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সূত্রের খবর, ঝাড়খন্ড থেকে ২৫হাজার শ্রমিককে বাসে করে বাংলায় পাঠানো হচ্ছে। ঝাড়খন্ডে আটকে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকরা এ রাজ্যে পৌঁছে গেলে একইভাবে সেই বাসে করেই এরাজ্যে আটকে পড়া ঝাড়খণ্ডের শ্রমিকদের ফেরত পাঠাবে রাজ্য সরকার।

Related posts

Leave a Comment