Lakshya SenOthers Sports 

ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সরলেন তাইল্যান্ড ওপেন থেকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গতবার ৫টি খেতাব জয়ী হন। রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ১৯ বছর বয়সী ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের নতুন বছরের শুরুটা ভাল হল না। চোটজনিত কারণে তিনি সরে দাঁড়ালেন আসন্ন তাইল্যান্ড ওপেন থেকে। পিপিবিএ-র ডিরেক্টর এবং প্রাক্তন জাতীয় কোচ বিমল কুমার জানিয়েছেন, অনুশীলনের সময় পিঠের পেশিতে টান ধরে তাঁর। এরফলে তিনি সরে দাঁড়ালেন।

Related posts

Leave a Comment