farmer and paddyOthers 

উন্নত মানের বীজ আবিষ্কার করে অতিরিক্ত ফসল ফলানোই লক্ষ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে বিপুল শস্য উৎপাদন। অন্যদিকে দ্বিগুণ উপার্জন। বাংলার কৃষকদের জন্য এই সংস্থা নিয়ে এল বিশেষ লাইফ ফার্মিং প্রকল্প। সূত্রের খবর,নতুন নতুন প্রজাতির উন্নত মানের বীজ আবিষ্কার করে অতিরিক্ত ফসল ফলানো এবং সেই সূত্র ধরে কৃষকদের উপার্জন বাড়ানোই এই সংস্থার মূল উদ্দেশ্য। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, কৃষক সারা বছর দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্যসম্ভার বাড়াবে । দেশের কৃষকদের একটা বড় অংশ অবহেলার শিকার হন বলে মনে করা হয়। তাঁদের অভাব থেকেই যায়। কোনও সুরাহা হয় না। বিগত কয়েক বছরে সরকারের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভও বাড়ছে। সে কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে বেশ কয়েক বছর হল কাজ শুরু করে জার্মানির বেয়ার ক্রপ সায়েন্স সংস্থা। এ বার ওই সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের কৃষকদের দিকে।
সূত্রের আরও খবর, বেয়ার বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা পৃথিবীতেই খাদ্যশস্য উৎপাদনে এক বিপ্লব আনতে চলেছে। নতুন নতুন প্রজাতির উন্নত মানের বীজ আবিষ্কার করে বেশি ফসল ফলানো এই সংস্থার লক্ষ্য। ভারতে প্রথমে এই সংস্থা কাজ শুরু করেছিল উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে। এ বার এই সংস্থা কাজ শুরু করে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার ও মধ্যপ্রদেশে।
পশ্চিমবঙ্গে কীভাবে কাজ করছে বেয়ার তা নিয়ে এক বিবৃতিও পেশ করা হয়। সংস্থার উদ্যোগ শুরু হয়েছে রাজ্যের বাঁকুড়া জেলাতে। জানা যায়, সেখানকার শময়িতা মঠের সঙ্গে একসূত্রে কৃষি ও কৃষকদের জন্য কাজ শুরু করে দিয়েছে বেয়ার। বেয়ারের মতো এই ধর্মীয় প্রতিষ্ঠান জেলার কৃষকদের স্বনির্ভরতা ও ফলনের বিষয়টি নিয়ে কাজ করে চলেছে। বেয়ারের বেটার লাইফ ফার্মিং প্রকল্প কৃষকদের পক্ষে অত্যন্ত লাভজনক বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment