netaji and birthdayLifestyle Others 

নেতাজি স্মরণে পুজো- যজ্ঞ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২৩ জানুয়ারি নেতাজিকে নিয়ে পুজো-যজ্ঞ হবে। সূত্রের খবর, সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মতিথি পালনে এই প্রয়াস
নেওয়া হচ্ছে। সোদপুর মহেন্দ্রনগরের নিতাইচন্দ্র বিশ্বাস এই উদ্যোগ নিতে চলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মতিথি পালনে নেতাজির ছবি ঘিরে প্রদীপের সংখ্যা থাকবে ১২৫টি। এ বছর নিতাইবাবু প্রাথর্না জানাবেন- “সুভাষ বসু যেন ফিরে আসেন”।
নেতাজির পরম ভক্ত মনে করেন- “সুভাষ অমর, এক মৃত্যুহীন প্রাণ”। সত্তরের ওপর বয়স ওই রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারির আরও বক্তব্য, “নেতাজি দেশমাতৃকার একনিষ্ঠ সাধক। সাধকের কি মৃত্যু হয়।” তাঁর আরও বক্তব্য, নেতাজিকে উদ্দেশ করে কোনও মন্ত্র পাঠ হয় না। সুভাষের জন্মতিথিতে শাস্ত্রমতে পুজো-অর্চনা করে নেতাজির মঙ্গলকামনা করাই রীতি।

Related posts

Leave a Comment