metroBreaking News Travel 

নীট পরীক্ষার্থীদের জন্য চালু হল মেট্রো পরিষেবা

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে নীট পরীক্ষার্থীদের জন্য চালু হল কলকাতা মেট্রো পরিষেবা। সূত্রের খবর, করোনা আবহে রাজ্য জুড়ে চলছে সর্বভারতীয় পরীক্ষা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট বা নীট। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ৭৭ হাজার ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এই পরীক্ষায়। রবিবার এক মেট্রো আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র নীট পরীক্ষার্থীদের জন্য মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। তবে ঘোষণা মতোই আগামীকাল থেকে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন। অন্যদিকে করোনা রুখতে প্রতিটি স্টেশনে স্যানিটাইজার ব‍্যবস্থা করার পাশাপাশি মানতে হবে প্রটোকলও।

Related posts

Leave a Comment