বাণিজ্য চুক্তি করার পথে সক্রিয় ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার পথে সক্রিয় ভারত। সূত্রের খবর, গত কয়েক মাসে ধারাবাহিকভাবে বৈঠক করছে সদস্য দেশগুলির সঙ্গে। এক্ষেত্রে আরও জানা যায়, ইতালি ও ডেনমার্কের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেট-এর সঙ্গে। এই সংক্রান্ত বিষয়ে তাঁর বার্তা, দু-দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিরাট সুযোগ রয়েছে। ইস্পাত, অর্থনৈতিক প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে আমাদের ইতিমধ্যেই সহযোগিতা রয়েছে। এই সমস্ত কিছুকেই এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আবার দু-দেশের মধ্যে এখন বাণিজ্য ক্ষেত্রে ৩টি চুক্তি সই হয়েছে।

