purulia modi campainOthers Politics 

পুরুলিয়ার জনসভায় নরেন্দ্র মোদির আশ্বাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুরুলিয়ার জনসভায় নরেন্দ্র মোদির আশ্বাস।পুরুলিয়ায় জলকষ্ট মেটানোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বাংলায় সরকার ক্ষমতায় এলে পুরুলিয়ায় জলসংকট দূর হবে বলে জানিয়েছেন তিনি।
পুরুলিয়ার ভাঙরায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন মোদি।এই জেলার মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান,ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এলে পুরুলিয়ায় জলসংকট দূর হবে। রাতেই এই সভা প্রসঙ্গে ট্যুইটও করেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের আশা জেগেছে”। এ বিষয়ে তাঁর আরও প্রতিক্রিয়া, তৃণমূল সিপিএম দুই সরকারই কথা রাখেনি। পিছিয়ে পড়া পুরুলিয়ার জন্য ভাববে তাদের সরকার।

উল্লেখ করা যায়,সীতাকুণ্ডের পৌরাণিক আখ্যান তুলে নরেন্দ্র মোদির মন্তব্য, “একদিন রাম- সীতা জলের তেষ্টা মিটিয়েছে এই অঞ্চল। আর আজ এখানেই মানুষের জলের কষ্ট। মহিলাদের অনেক দূর যেতে হত জল আনতে। কম জলের জন্য চাষবাসেও সমস্যা হয়েছে। তৃণমূলকে নিশানা করে মোদি আরও জানিয়েছেন, তৃণমূল পুরুলিয়াকে জলসংকটে ভরা জীবন দিয়েছে।
প্রধানমন্ত্রীর আরওবক্তব্য, দেশের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবেই দেখা হয়েছে পুরুলিয়াকে। সেচের কাজ যা হওযার কথা ছিল হয়নি। অভিযোগের সুরে তিনি জানিয়েছেন,এরা যে ভাবে কাজ করে তাঁর প্রমাণ পুরুলিয়ার জল সরবরাহ প্রজেক্ট। ৮ বছরেও কাজ হয়নি। সাহেববাঁধের অবস্থাও একই । আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী জানালেন, ডবল ইঞ্জিন সরকার হলে এখানে বিকাশ হবে। আমি জঙ্গলমহলকে প্রতিশ্রুতি দিতে চাই, বাংলায় ‌বিজেপির সরকার তৈরি করলে আপনাদের কষ্ট দূর হবে। সেখানে ট্যুরিজম বা হস্তশিল্পের সম্ভাবনার কথাও তুলে ধরলেন তিনি। তবে মোদির মূল বিষয়বস্তু ছিল জলই ।

Related posts

Leave a Comment