পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য স্পেশাল বাস এনবিএসটিসি-র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পাহাড়ে বেড়াতে যেতে লাগছে না ট্রেনের টিকিট। স্পেশাল বাস চালাতে চলেছে এনবিএসটিসি। সূত্রের খবর,বর্তমান পরিস্থিতিতে পুজোয় ট্রেনে চেপে উত্তরবঙ্গে যাওয়ার সুযোগ অনেক কম। আবার নয়া নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসন ছাড়া ট্রেনে ওঠা সম্ভব নয়। এই আবহে সমস্যা সমাধানে রাজ্য সরকারি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম পাশে দাঁড়ালো। সূত্রের আরও খবর,পুজোয় বেড়াতে যেতে চাইলে সুযোগ করে দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এক্ষেত্রে দার্জিলিং,আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গে পৌঁছনোর জন্য নির্ভর করতে হবে সরকারি বাসের। করোনা জনিত কারণে লকডাউন আবহে বন্ধ ট্রেন চলাচল। কেবলমাত্র স্পেশাল ট্রেন চলাচল করছে।এক্ষেত্রে জানা গিয়েছে, আগামী ২০ তারিখ থেকে চালু হতে চলেছে ফেস্টিভ্যাল স্পেশাল। উত্তরে যাওয়ার জন্য দার্জিলিং মেল স্পেশাল পাওয়া যাবে। অন্যদিকে পদাতিক স্পেশাল চলছে।তবে যত সংখ্যক মানুষ বেড়াতে যেতে চাইবেন তার সঙ্গে বাড়তি যোগ হবে পুজোয় বাড়ি ফেরার মানুষজন। পুজোয় ট্রেনে চেপে উত্তরে যাওয়ার সুযোগ বিশেষ থাকছে না।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, যাত্রী চাহিদার কারণে এনবিএসটিসি ২৩ টি স্পেশাল বাস চালানো শুরু করছে। মালদহ, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার রুটে চালানো হবে এই বাসগুলি।এ বিষয়ে নিগমের এসপ্ল্যানেড ডিপোর পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তমী অবধি বুকিং হয়ে গিয়েছে। কোনও আসন ফাঁকা নেই। বিশেষ করে শিলিগুড়িমুখী বাসগুলির। নিগম সূত্রে আরও বলা হয়েছে, পঞ্চমী থেকে চাহিদা অনুযায়ী আরও বাসের সংখ্যা বেশ কয়েকটি রুটে বাড়ানো হবে। বাসের টিকিট অনলাইনে বুকিং করা যাচ্ছে এবং কাউন্টারেও বুক করা যাবে বলেও জানানো হয়েছে। নন এসি, এসি, এসি ভলভো ও রকেট সব ধরণের বাস পাওয়া যাবে। পুজোর আবহে এনবিএসটিসি-র বাসের এই চাহিদায় সন্তোষ প্রকাশ করেছে রাজ্য পরিবহণ নিগম। যাত্রীদের একটা বড় অংশও খুশি এই পরিষেবায়।

