পেটের তাগিদেই পেশা বদলে নিচ্ছেন মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পেটের টানে পেশা বদলাচ্ছে মানুষ। করোনার আবহে বিপর্যস্ত মানুষ। রুটি-রুজি হারিয়ে গিয়েছে বহু মানুষের। পেটের তাগিদেই ভিন্ন পেশা বেঁচে নেওয়া। বাস কন্ডাক্টর কাজ হারিয়ে সবজি নিয়ে বসছেন বাজারে। আবার অনেকে ফুল বিক্রি করছেন। পেশা হারিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবসার অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। উপায় নেই, সবেতেই বাঁচার লড়াই।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে থিয়েটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সামাজিক দূরত্বের বিষয়টি এখন মাথায় রাখতে হচ্ছে। তাই সামাজিক বন্ধনের বিষয় এড়িয়ে চলা চলছে। করোনার জেরে আটকে গিয়েছে অনেক কিছুই। করোনা আমাদের নতুন এক শিক্ষা দিয়েছে। সমস্ত পেশাতেই ভাঁটা। আপাতত জোয়ারের কোনও সম্ভাবনা নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন করে ভাবনা শুরু হবে।

