risav and awardOthers Sports 

“প্লেয়ার অফ দা মান্থ” পুরস্কারে মনোনীত ঋষভ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রথম “প্লেয়ার অফ দা মান্থ” পুরস্কারে মনোনীত হলেন ঋষভ পন্থ। আইসিসি এই পুরস্কার চালু করেছে। সূত্রের খবর, নতুন বছরের জানুয়ারি থেকে এই পুরস্কারের বিজয়ী বেছে নেওয়া হবে। এই পুরস্কারের শুরুতে পুরুষ বিভাগে মনোনয়ন পেলেন ঋষভ। উল্লেখ করা যায়, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ৮৯ রানে অপরাজিত থেকে ভারতকে জিতিয়েছেন পন্থ।
আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২৪৫রান করেছেন তিনি। গড় ৮১.৬৬। জানা গিয়েছে,পুরুষ ও মহিলা দুই বিভাগ থেকে তিনজন ক্রিকেটারকে মনোনীত করেছে আইসিসি। ওই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং।

Related posts

Leave a Comment