ষষ্ঠীতে রাজ্যবাসীকে পুজোর ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভার্চুয়াল পুজো উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’, বাংলা বলেই বাঙালির মনজয়ের চেষ্টা করলেন তিনি। প্রধানমন্ত্রীর মন্তব্য,পুজোয় গোটা দেশ যেন বাংলাময় হয়ে গিয়েছে।দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে রাজ্যবাসীকে পুজোর ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় করলেন নরেন্দ্র মোদি। ইজেডসিসির পুজো উদ্বোধনে প্রধানমন্ত্রী কথা বলার জন্য বেছে নিলেন বাংলা ভাষাকে। বারবার বাংলা ও বাঙালির গৌরবময় ইতিহাস স্মরণও করলেন। পাশাপাশি সংযম দেখিয়ে পুজো আয়োজনের জন্য পুজো উদ্যোক্তাদের ধন্যবাদও জ্ঞাপন করলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে তসরের পাঞ্জাবি পড়তে দেখা যায়। ওই পাঞ্জাবি বাংলা থেকেই নিয়ে যাওয়া হয় । অনুষ্ঠান শুরু হয় বাবুল সুপ্রিয়র উদ্বোধনী সঙ্গীতে। প্রধানমন্ত্রীর বার্তা ছিল – মহিষাসুর বধ করতে মা এসেছিলেন। দৈব শক্তি সংগঠিত হয়েছিল। এমনভাবেই নারীশক্তি সমস্ত বিপদে একজোট হয়। আমাদের দায়িত্ব তাঁদের পাশে দাঁড়ানো। বাংলার অগ্নিযুগের বিপ্লবী, বিজ্ঞানী ও সাংস্কৃতিক মণীষাদের প্রণামও জানান তিনি। সকলকে করোনা বিধি মানতে অনুরোধও করেছেন মোদি। বিশুদ্ধ বাংলায় তাঁর প্রার্থনা, “প্রতিবছর যেন মায়ের পুজো করে যেতে পারি।”

