লক্ষ্য শিল্প বিনিয়োগ-পানাগড়ে প্রকল্প উদ্বোধনে মমতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় বার ক্ষমতায় এসে লক্ষ্য এখন শিল্প। পানাগড়ে পলিফিল্ম প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যকে এক নম্বরে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর।
ওই শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,রাজ্য ইতিমধ্যেই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে এক নম্বরে পৌঁছেছে ৷ এবার শিল্পে বিনিয়োগের ক্ষেত্রেও বাংলা এক নম্বর হবে ৷ এটা আমি কথা দিচ্ছি ৷ উল্লেখ্য,দুর্গাপুর, জামুড়িয়া, হাওড়া ও জামালপুর সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু শিল্প প্রকল্পেরও সূচনা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানান, প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হল। যেখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে ৷ অন্যদিকে রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেও প্রায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানালেন তিনি।
পাশাপাশি ডেউচা পাচোমিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ডেউচা পাচোমির কাজ শুরু হবে বলেও জানালেন। রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাঁর বক্তব্য, নতুন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যাবতীয় সমস্যা সমাধানের জন্য একটি হাই পাওয়ার কমিটি গড়া হচ্ছে ৷ ওই কমিটিতে মুখ্যমন্ত্রীও থাকবেন। পাশাপাশি শিল্প দফতরকেও নতুন বিনিয়োগ প্রস্তাব রূপায়ণে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জৈব জ্বালানি হিসেবে এথানলের ব্যবহার বাড়ছে ৷ এথানল পরিবেশ বান্ধব জ্বালানি ৷ পেট্রোল ও ডিজেলের সঙ্গে মিশিয়ে এথানলকে ব্যবহার করা হচ্ছে ৷ জৈব জ্বালানি হিসেবে এথানলের জনপ্রিয়তা বাড়ছে৷ ভাঙা চাল দিয়ে এথানল তৈরি হয় ৷ চাষিদের আর কম দামে ভাঙা চাল বিক্রি করতে হবে না ৷ রাজ্য ধান উৎপাদনে দেশের মধ্যে এক নম্বর ৷ আমরা চাষিদের কাছ থেকে ভাঙা চাল কিনে নিলে তাঁদের আয়ও বাড়বে ৷ এথানল উৎপাদন বাড়লে গ্রামগঞ্জেও প্রচুর মানুষের কর্মসংস্থান হবে ৷
ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ হাবও গড়ে তোলা হবে ৷ যা বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রয়োজনও মেটাবে ৷ মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানান, ডেটা সেন্টারগুলি থেকে শিল্প সংক্রান্ত সবরকম সহায়তা করবে রাজ্য সরকার ৷ আগামী ৫ বছরে বাংলায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলেও জানান তিনি ৷ প্রায় ২৪ হাজার কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
গত ১০বছরে রাজ্যে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷ আবার বিশ্ব বাংলা শিল্প সম্মেলন থেকে ১৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক্ষেত্রে তাঁর আরও মন্তব্য,দেশে যখন কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে তখন করোনা অতিমারির মধ্যেও বাংলায় ৪০ শতাংশ বিনিয়োগ বেড়েছে ৷

