দ্রুততম গোল রাফায়েলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাফায়েল লিয়াও সেরি আ-এর ইতিহাসে দ্রুততম গোল করলেন। এসি মিলান দলের ফরোয়ার্ড এই নজির গড়েছেন। সূত্রের খবর, সাসউয়োলোর বিরুদ্ধে তিনি ম্যাচের ৬ সেকেন্ডে গোল করেছেন। ম্যাচে এসি মিলান জয়ী হয়েছে ২-১ ফলাফলে। উল্লেখ্য, এর আগে ২০০১ সালে পিয়াসেনজা দলের হয়ে ৮ সেকেন্ডে গোল করেছিলেন পাওলো পোজ্জি। ওই সময় প্রতিপক্ষ ছিল ফিয়োরেন্তিনা।

