man success in lifeEducation Lifestyle Others 

জীবনের ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য

জীবনে চলার পথটা কঠিন। জীবনের পথে চলতে চলতে অনেক ঘটনার মুখোমুখি আপনাকে হতে হবে। তবে অল্পতেই হতাশ হওয়ার কিছু নেই। ভেঙে পড়লে চলবে না। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। দুর্বল হলেই সমস্যা বাড়বে। মনে রাখতে হবে,যাঁরা কোনও কারণে আপনার প্রতি সদয় ছিল না, তাঁদের ওপর রাগ পুষে রাখবেন না। আর এটাও মনে রাখবেন, আপনার পিতা- মাতা ছাড়া সুবিচার করা কারও দায়িত্বের মধ্যে পড়ে না।
জীবনের ক্ষেত্রে আপনার সাথে যাঁরা ভালো ব্যবহার করেছেন, আপনার দায়িত্ব ও কর্তব্য হবে তাঁদের সঠিক মূল্যায়ন করা।

কৃতজ্ঞতা প্রকাশ করাটাও আপনার উচিত কাজ হবে। জীবনের ক্ষেত্রগুলিতে আপনাকে সতর্ক হতে হবে। কেন বলছি, একথা তা অনুধাবন করুন। বর্তমান সময়ে মানুষের প্রতিটি পদক্ষেপের নেপথ্যে উদ্দেশ্য থাকে। কোনও ব্যক্তি আজ আপনার সাথে ভালো ব্যবহার করলো বলে সবসময়ই একই ব্যবহার করবে এমন নয়। খুব দ্রুত কাউকে বন্ধু ভেবে নেওয়াটা উচিত কাজ নয়। পণ্ডিত-জ্ঞানী ও বিশেষজ্ঞরা বলে থাকেন,জীবনে কেউই “অপরিহার্য” হতে পারেন না। জীবনে সব কিছু আপনাকে পেতেই হবে,এমন নয়। এই কথার গভীরতা উপলব্ধি করতে শিখে গেলেই আপনার জীবনের পথচলা অনেকটাই সহজ হয়ে যাবে। জীবনে চলার ক্ষেত্রে দেখা যায়, যখন কাঙ্ক্ষিত কিছু হারিয়ে বসবেন তখন মানুষদের বিপদের মুহূর্তে পাশে পাবেন না।

মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে অনুভূতিগুলিও বিবর্ণ হতে থাকে। জগতে অতিরঞ্জিত কোনও কিছু ভালো নয় । জীবনটা অনেক বড় ব্যাপার। জীবন মানে শুধু-প্রেম ভালোবাসা নয়। আপনি সব সময়ই আপনার কথার মর্যাদা রাখবেন। তবে অন্যদের কাছে তা প্রত্যাশা করবেন না। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, তবে অন্যরাও আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবে এমন আশা করবেন না।

Related posts

Leave a Comment