কৌশলে করোনা প্রতিরোধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানুষের গতিবিধিতে বা ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে ভারতে করোনা প্রতিরোধ বিশেষ ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে ভারতের প্রতিনিধি রডেরিকো এইচ অফরিনের। এক্ষেত্রে তাঁর বক্তব্য, সংক্রমণের ঝুঁকির দিকগুলিকে চিহ্নিত করে নির্দিষ্ট কৌশলে তার মোকাবিলা করা উচিত। এ বিষয়ে তাঁর আরও মন্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখনও মানুষের গতিবিধি সম্পূর্ণভাবে রুখে দেওয়ার পক্ষে নয়। ভারতে বিপুল জনসংখ্যা ও ভৌগোলিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে নির্দিষ্ট কর্মপন্থা বেশি কার্যকরী হবে।

